দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সকাল থেকে বিষয়টি নিয়ে ছিল যাত্রীদের মধ্যে ধোঁয়াশা ছিল। অবশেষে স্পষ্ট করল রেল। পূর্ব রেলের ও দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৭টার পর কোনও লোকাল ট্রেন কোনও স্টেশন থেকে ছাড়বে না। বিভিন্ন স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেছে রেল। তাই নতুন সূচি অনুযায়ী শেষ ট্রেন কখন দেখে নিন এক নজরে-
শিয়ালদা স্টেশন ——
শিয়ালদা-বনগাঁ রুট- শেষ ট্রেন সন্ধে ৬.৫৭
শিয়ালদা-ক্যানিং রুট- শেষ ট্রেন সন্ধে ৬.৩৮
শিয়ালদা-বারুইপুর রুট- শেষ ট্রেন বিকেল ৫.১৪
শিয়ালদা- গেদে রুট- শেষ ট্রেন সন্ধে ৬.২০
শিয়ালদা-বজবজ রুট- শেষ ট্রেন সন্ধে ৬.২৫
শিয়ালদা-ডানকুনি রুট- শেষ ট্রেন সন্ধে ৬.০৮
শিয়ালদা-কল্যাণী সীমান্ত রুট- শেষ ট্রেন সন্ধে ৬.১২
শিয়ালদা-ডায়মন্ডহারবার রুট- শেষ ট্রেন সন্ধে ৬.৪৫
শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর রুট- শেষ ট্রেন সন্ধে ৬.৫৫
শিয়ালদা-হাসনাবাদ রুট- শেষ ট্রেন সন্ধে ৬টা
শিয়ালদা-শান্তিপুর রুট- শেষ ট্রেন সন্ধে ৬.৫০
শিয়ালদা-কৃষ্ণনগর রুট- শেষ ট্রেন সন্ধে ৬.৪৩
হাওড়া স্টেশন (পূর্ব রেল) —–
হাওড়া-বর্ধমান রুট (মেন)- শেষ ট্রেন সন্ধে ৭টা
হাওড়া-বর্ধমান রুট (কর্ড)- শেষ ট্রেন সন্ধে ৬.৫৭
হাওড়া-ব্যান্ডেল রুট- শেষ ট্রেন বিকেল ৫.৪৫
হাওড়া-ব্যান্ডেল রুট(মাতৃভূমি) – শেষ ট্রেন সন্ধে ৬.৫৫
হাওড়া-গোঘাট রুট- শেষ ট্রেন সন্ধে ৬.৪০
হাওড়া-আরামবাগ রুট- শেষ ট্রেন বিকেল ৫.১০
হাওড়া-কাটোয়া রুট- শেষ ট্রেন সন্ধে ৬টা
হাওড়া-তারকেশ্বর রুট- শেষ ট্রেন সন্ধে ৬.৪০
হাওড়া স্টেশন (দক্ষিণ-পূর্ব রেল) ——
হাওড়া-পাঁশকুড়া রুট- শেষ ট্রেন বিকেল ৫টা
হাওড়া-খড়গপুর রুট- শেষ ট্রেন বিকেল ৪.২৫
হাওড়া-মেদিনীপুর রুট- শেষ ট্রেন বিকেল ৪.০৫