দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
লোকাল ট্রেনের সময়সীমা বাড়ানো হল এবার। সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা অবধি ট্রেন চালানোর অনুমতি দিল নবান্ন। রবিবার নবান্নর তরফ থেকে জানানো হয়েছিল, সন্ধ্যা সাতটা পর্যন্ত লোকাল ট্রেন চালানো যাবে। রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল যাত্রীদের মধ্যে। অনেকে বিষয়টি নিয়ে ক্ষুব্ধও ছিলেন। যাত্রীরা যাতে দুর্ভোগে না পড়েন, সেইজন্যই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ থেকেই নয়া নির্দেশ কার্যকরী করতে হবে রেলকে।
গতকাল দুপুরে ট্রেন চালানো নিয়ে গাইডলাইন জারি করার প্রায় ২০ ঘণ্টার পর, সময়সূচি জারি করে রেল। ফলে শেষ ট্রেন কখন ছাড়বে সেই নিয়ে ধোঁয়াশা দীর্ঘক্ষণ জারি ছিল। রেলের উপর ক্ষোভ উগরে যাত্রীরা প্রশ্ন করছিলেন, ‘পরিষেবা বন্ধ হওয়ার কথা ৭টায়। তাহলে কি সাতটা বাজলেই থেমে যাবে ট্রেনের চাকা ?’ প্রান্তিক স্টেশন থেকে কখন শেষ ট্রেন ছাড়বে, এই প্রশ্নও বারবার উঠছিল। সব মিলিয়ে চরম বিভ্রান্তি যাত্রীদের মধ্যে।
ট্রেন মিস করার ভয়ও কাজ করছিল যাত্রীদের মধ্যে। সকাল থেকেই হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায়। ভোর থেকেই হাওড়া, শিয়ালদার মতো স্টেশন গুলিতে ভিড় জমাতে শুরু করেছিলেন যাত্রীরা। আসলে শহরের বেশিরভাগ বেসরকারি অফিস দেরি পর্যন্ত চলে। এদিকে ভিড় ট্রেনে ঝুলে যাতায়াত করতে গিয়ে বারুইপুর ও ডায়মন্ডহারবারের মাঝে ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন এক মহিলা। এদিনই বনগাঁ লোকাল থেকেও পড়ে যান এক যাত্রী।
অন্যদিকে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত। ওই মর্মেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। কিন্তু, ওই ‘৫০ শতাংশ’ মানে ঠিক কত জন যাত্রী, তা নির্ধারণ করা নিয়েও প্রশ্ন উঠছিল।