দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
উত্তুরে হাওয়া দাপটে শীতের ঝোড়ো ব্যাটিং। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের বঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকূটি। সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। শীতের আমেজে মজে বঙ্গবাসী। একধাক্কায় অনেকটাই নেমেছে পারদ। তবে ঝঞ্ঝার প্রভাবে বৃহস্পতিবার থেকেই বদলাবে আবহাওয়া।
শীতের নয়া ইনিংসে মঙ্গলবার শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা নামল ১২-এর ঘরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে আকাশ থাকবে পরিষ্কার। শীত আরও আগামী ৪৮ ঘণ্টা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস । ৪৮ ঘণ্টা পর রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে। অর্থাৎ ঠান্ডা কমবে। পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের প্রবেশ করবে। উত্তুরে হাওয়ার পথে বাধা তৈরি করবে। সকালের দিকে খানিকটা কুয়াশা থাকার সম্ভাবনা আছে।
মঙ্গলবার কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। হাড়কাঁপানো ঠান্ডার মেয়াদ শেষ হচ্ছে শীঘ্রই। ২৪ ঘণ্টা পর থেকেই ফের বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার হাত থেকে কবে মিলবে মুক্তি সেই অপেক্ষায় বাংলা।