দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার পার করল। সোমবারের তুলনায় একধাক্কায় প্রায় ৫০ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। বেলাগাম সংক্রমণ।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা আক্রান্ত ৯ হাজার ৭৩ জন। যা গত কয়েকদিনের নিরিখে রেকর্ড। তার মধ্যে কলকাতায় সংক্রমিত ৪ হাজার ৭৫৯ জন। উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত ১ হাজার ৩৯১ জন। তবে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের মাঝে বিপরীত ছবি কালিম্পংয়ে। সেখানে দৈনিক আক্রান্ত মাত্র ২ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের প্রাণ কেড়েছে ভাইরাস। তার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৮১০ জন।
ক্রমশ বাড়ছে টেস্টিং। মঙ্গলবার মোট ৪৭ হাজার ৮৬৪ জনের কোভিড টেস্ট হয়েছে। পজিটিভিটি রেট ১৮.৯৬ শতাংশ। মঙ্গলবারের তুলনায় যদিও পজিটিভিটি রেট কমেছে কিছুটা। মঙ্গলবার কোভিড টিকা নিয়েছেন ৮ লক্ষ ৪৯ হাজার ৭৮১ জন। প্রথম ডোজ নিয়ে ২ লক্ষ ৪০৭ জন। এবং বাকি ৬ লক্ষ ৪৯ হাজার ৩৭৪ জন নিয়েছেন টিকার দ্বিতীয় ডোজ।