দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কনকনে ঠাণ্ডা গায়ে মেখে ঘুম ভাঙল বঙ্গের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার অবধি প্রবল শীত অনুভূত হবে রাজ্যে। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বাধিক তাপমাত্রা থাকার কথা ২৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবেন ১৩ ডিগ্রির কাছাকাছি। ৭ জানুয়ারি থেকে বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ দিন বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কিন্তু, আচমকা তাপমাত্রা বাড়বে কেন? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে পশ্চিমী ঝঞ্জা। ফলত আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন হলে আবারও বাড়তে পারে তাপমাত্রা।
গত বছর ডিসেম্বর মাসে মাঝেমধ্যে শীতের তীব্রতা বেড়েছিল। কিন্তু, সেভাবে জাঁকিয়ে শীত পড়েনি। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধা পেয়েছে উত্তুরে বাতাস। ১১-১২ ডিগ্রি ছুঁয়েও দীর্ঘায়িত হয়নি শীতের আমেজ। আগামী সপ্তাহের শুরু থেকে দার্জিলিঙেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে মত আবহাওয়াবিদদের। কিছুদিন আগে অবধি দার্জিলিঙে ভারী তুষারপাত হয়েছে। বরফ পড়েছে সান্দাকফু সহ সংলগ্ন এলাকাতেও।