দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
শীতের দাপট কিছুটা ফিকে হল। বড় কারণ অবশ্যই কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে কুয়াশার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা আরও এক ডিগ্রি কমতে পারে।
পরের সপ্তাহের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আগেই আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছিল, আবারও ধেয়ে আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আগামী চার দিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। সোমবার বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির রেশ কাটিয়ে আবার কবে শীত ফিরবে, তা এখনই বলতে পারছে না আলিপুর।
আগামী চার দিনে আবহাওয়ার ক্ষেত্রে উল্লেখজনক কোনও পরিবর্তনের সম্ভাবনা সেভাবে নেই। যদিও আগামী দিন গুলিতে কুয়াশার দাপট অব্যাহত থাকবে শহরে।