দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কোভিড পরীক্ষায়র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২১৩ জন। যাঁদের মধ্যে ৭ হাজার ৪৮৪ জন কলকাতার বাসিন্দা। দৈনিক আক্রান্তের নিরিখে এটা সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (৩, ১১৮)। তৃতীয় স্থানে থাকা হাওড়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬০ জন।
করোনার তৃতীয় ঢেউ আর ওমিক্রনের দাপটে রাজ্যে অ্যাকটিভ রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১০ হাজারেরও বেশি বেড়ে তা এই মুহূর্তে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩৮৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। রাজ্যে সুস্থ রোগীর সংখ্যা ১৬, ৪০,৭০৯ জন। সুস্থতার হার ৯৫.৮৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৯,১৫৮ টি নমুনা পরীক্ষার মধ্যে ২৬.৩৪ শতাংশ রিপোর্টই পজিটিভ।