দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কুয়াশামাখা ভোরে ঘুম ভাঙল কলকাতার। আর এই কুয়াশার দাপটেই ক্রমশ উধাও হচ্ছে শীত। বাড়ছে রাতের তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার আগমনের ফলে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
কুয়াশার চাদরে মোড়া কলকাতায় আরও বাড়ল তাপমাত্রার পারদ। শুক্রবারের তুলনায় আরও এক ডিগ্রি বেড়ে শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় কুয়াশা দেখা যাবে। নদিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান বেশি কুয়াশাচ্ছন্ন থাকবে। কুয়াশা বিরাজ করবে উত্তরের জেলাগুলোতে। সঙ্গে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়ও রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা। সকাল সকাল ঘন কুয়াশার চাদরে মুড়ে যাবে গোটা বাংলা। ৫ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা।
ফিকে হচ্ছে শীতের দাপট, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যে। ১০ জানুয়ারি অর্থাৎ সোমবার বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির রেশ কাটিয়ে আবার কবে শীত ফিরবে, তা এখনই বলতে পারছে না আলিপুর। রাতের তাপমাত্রার ক্ষেত্রেও কিছুটা বদল আসতে পারে বলেই দাবি করছেন আবহবিদরা। তাঁদের দাবি, দু’ থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।