দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কোভিড বিধিনিষেধ কিছুটা শিথিল করল রাজ্য। শর্তসাপেক্ষে খোলা যাবে সেলুন এবং বিউটি পার্লার। শনিবার এই মর্মে নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ৫০ শতাংশ গ্রাহকের উপস্থিতি নিয়ে খোলা যাবে সেলুন এবং বিউটি পার্লার। ভ্যাকসিনের দু’টি করে ডোজ সম্পন্ন হতে হবে। এই শর্ত আরোপ করেই প্রতিদিন রাত ১০টা পর্যন্ত দোকান গুলি খোলার অনুমতি দিয়েছে প্রশাসন।
গত ৩ জানুয়ারি থেকে রাজ্যে জারি হয়েছে কঠোর বিধিনিষেধ। তবে তার মধ্যেও চালু রয়েছে সমস্ত এমারজেন্সি পরিষেবা। চালু থাকছে বিভিন্ন হোম ডেলিভারি পরিষেবা।
বন্ধ স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান
৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন পরিষেবা
রাত ১০টার পর বন্ধ হয়ে যাবে লোকাল
বন্ধ সমস্ত সুইমিং পুল, জিম, স্পা
বন্ধ চিড়িয়াখানা থেকে সমস্ত পর্যটন স্থল
সমস্ত সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করছেন
৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে মেট্রো
দূরপাল্লার কোনও ট্রেন বন্ধ হচ্ছে না
বাজার, শপিং মলে ৫০ শতাংশ মানুষ ঢুকতে পারবেন
সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন নিমন্ত্রিত
রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু থাকবে সিনেমা, থিয়েটার
রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ গ্রাহক নিয়ে চলবে রেস্তোরাঁ-বার
রাত্রি ১০ থেকে ভোর ৫টা পর্যন্ত যানবাহন চলাচল সহ সমস্ত গতিবিধি বন্ধ ।
রাত ১০টার পর কোনও অনুষ্ঠান কড়া যাবে না