দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ফের ব্যাকফুটে শীত। ভোরে শীতের পরশটুকু ছাড়া ঊর্ধ্বমুখী রাতের তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৯ তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। ১০ তারিখ থেকে পরিবর্তন হবে আবহাওয়ার।
রাজ্যের পশ্চিমের জেলা গুলি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বৃষ্টিপাত বলে মনে করা হচ্ছে। ১২ থেকে ১৪ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ মকরসংক্রান্তিতে ভিজবে বাংলা। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে ১২ থেকে ১৪ তারিখ শিলা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির রেশ কাটিয়ে আবার কবে শীত ফিরবে, তা এখনই বলতে পারছে না আবহাওয়াবিদরা। রাতের তাপমাত্রার ক্ষেত্রেও কিছুটা বদল আসতে পারে বলেই দাবি করছেন আবহবিদরা। দু’ থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। কিন্তু, আগামী চার দিনে আবহাওয়ার ক্ষেত্রে উল্লেখজনক কোনও পরিবর্তনের সম্ভাবনা সেভাবে নেই।