দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনা সংক্রমণে সর্বকালীণ রেকর্ড। বাংলায় একদিনে আক্রান্ত ২৪ হাজারের বেশি মানুষ। রাজ্য স্বাস্থ্য দফতরের এদিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। রাজ্যে এই মুহূর্তে পজিটিভিটি রেট ৩৩.৮৯ শতাংশ। শনিবার যা ছিল ২৯.৬০ শতাংশ। সংক্রমণের তালিকায় শীর্ষে সেই কলকাতা। ২৪ ঘণ্টায় শহরে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭১২।
স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৭১ হাজার ৬৬৪ জনের। যার মধ্যে অধিকাংশ পিজিটিভ কলকাতার বাসিন্দা। একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮২১৩ জন। রাজ্যে সুস্থতার হার ৯৪.৪২ শতাংশ।