দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
মকর সংক্রান্তির আগেই বাধা প্রাপ্ত শীত। আবার ‘অকাল বর্ষণ’-এর সম্ভাবনা বাংলায়। মঙ্গলবার থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ গঙ্গাসাগর মেলায় শীতের দেখা না পাওয়া গেলেও বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আজ রাত থেকেই বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমের জেলা গুলিতে। মূলত পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে হতে পারে বৃষ্টিপাত।’
আবারও শীতের মরশুমে হতে পারে বৃষ্টিপাত। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, আর কতদিন চলবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১২ তারিখ দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলা গুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতাতেও। তবে আগামী ১৩ এবং ১৪ জানুয়ারি থেকে কমতে শুরু করবে বৃষ্টিপাত।
হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার জন্য হতে পারে বৃষ্টিপাত। চলতি মরশুমে একাধিকবার শীত থমকে গেছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঠান্ডা ঝোড়ো ব্যটিং করার চেষ্টা করেছিল। নিম্নচাপের জেরে ফের বেড়েছিল তাপমাত্রা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টিপাতের জেরে আগামী দু’দিন রাতের দিকে তাপমাত্রা কমতে পারে। দিনের বেলা ১ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ। ফের একবার বাধাপ্রাপ্ত হচ্ছে কনকনে ঠান্ডা। কবে আবার জাঁকিয়ে শীত পড়বে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারছেন না আবহাওয়াবিদরা।