দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
টেস্টিং তুলনামূলক কমতে নিম্নমুখী করোনা সংক্রমণ। তবে উদ্বেগজনক রাজ্যের পজিটিভিটি রেট। সেই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে হাজারের গণ্ডি পেরনো কলকাতা-সহ পাঁচ জেলার কোভিড গ্রাফ।
স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। শুধু কলকাতাতেই সংক্রমিত ৫,৫৬৬ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৪,২৯৭ জন। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৩৭.৩২ শতাংশ।
বাংলায় একদিনে করোনায় প্রাণ হারালেন ১৬ জন। যার মধ্যে শহর কলকাতায় মৃত ৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮,১৮৭ জন। এখনও পর্যন্ত করোনামুক্ত বাংলার ১৬,৬৫,২২১ জন। সুস্থতার হার ৯৩.৮৫ শতাংশ।