দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
টেস্ট বাড়তেই ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। টেস্ট ৬০ হাজারের গণ্ডি ছাড়ালেও একধাক্কায় প্রায় ৫ শতাংশ কমল পজিটিভিটি রেট। যা কিছুটা হলেও স্বস্তি দেবে স্বাস্থ্য কর্তাদের।
স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৮ জন। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৪ হাজার ১৬ জন। একদিনে রাজ্যে ৬৫ হাজার ২১০টি নমুনা পরীক্ষা হলেও কমেছে পজিটিভিটি রেট। সংক্রমণের হার ৩৭ শতাংশ থেকে কমে হয়েছে ৩২.৩৫ শতাংশ।
একদিনে করোনায় প্রাণ হারালেন ১৯ জন। যার মধ্যে শহর কলকাতায় মৃত ৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮,০৩৭ জন। সুস্থতার হার ৯৩.২০ শতাংশ।