দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
শহরে আবারও বৃষ্টির সম্ভাবনা। বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শীতের দাপটের মাঝেই পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ায় রাজ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে।
১৩ জানুয়ারি শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৪ এবং ১৮ ডিগ্রি সেলসিয়াস। ১৪ জানুয়ারি তাপমাত্রা থাকার কথা যথাক্রমে ১৭ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। ১৫ জানুয়ারি তাপমাত্রা থাকবে যথাক্রমে ১৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই ক’ দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ১৫ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৭ জানুয়ারি থেকেই মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও দেখা যাবে রোদ ঝলমলে আকাশ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছিলেন, ‘১১ তারিখ মঙ্গলবার থেকে শুরু হবে বৃষ্টিপাত। মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে শিলাবৃষ্টির সম্ভাবনা। ১২ তারিখ বুধবার কিছুটা বাড়বে বৃষ্টিপাত। এক্ষেত্রে ১৩ এবং ১৪ জানুয়ারি থেকে ধীরে ধীরে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ কমতে শুরু করবে।’ ধীরে ধীরে কমবে বৃষ্টিপাত। বৃহস্পতিবার আরও কম হবে বৃষ্টি।