দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যে গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা টেস্ট। একইসঙ্গে কিছুটা কমল পজিটিভিটি রেট। স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, একদিনে বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন। যা গতকালের তুলনায় বেশি। একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেড়েছে। রাজ্যে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড টেস্ট হয়েছে ৭১ হাজার ৭৯২ জনের। কমেছে পজিটিভিটি রেটও। বর্তমানে পজিটিভিটি রেট ৩০.৮৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ৭ হাজার ৬০ জন। সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩২৬। দক্ষিণ ২৪ পরগনাতেও সামান্য বাড়ল সংক্রমণ। একদিনে সে জেলায় আক্রান্ত ১ হাজার ৪৩৫। সংক্রমণের দিক থেকে জেলাভিত্তিক তালিকার শীর্ষে কলকাতা। সেখানে পরিসংখ্যান ৪১%।