দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
অবশেষে বাংলা থেকে বিদায় নেবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। শুক্রবার উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলি হালকা থেকে মাঝারি কুয়াশায় আবৃত হয়ে পড়বে। তিন দিন পর থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী ১৫ জানুয়ারি আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমী ঝঞ্ঝা পুরোপুরি কেটে যাওয়ায় কমবে তাপমাত্রা।
আলিপুরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গত ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কোথাও একটু কম। কোথাও একটু বেশি। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। সংক্রান্তির সময় যে ঠান্ডা আমরা পাই, সেই ঠান্ডা এবার পাচ্ছি না।’
এবার কি জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে? সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চলতি মাসের ১৬ তারিখ থেকে আবারও পারদপতন শুরু হবে। কিন্তু, তারপর আবারও দুটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলত এখন জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।’