দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গত ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এনরোলমেন্ট প্রক্রিয়া। প্রথমে ১৪ জানুয়ারি ফর্ম জমা করার শেষ দিন হিসেবে ধার্য করা হলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত লেট ফি ছাড়া এনরোলমেন্ট ফর্ম জমা করার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২৪ থেকে ৩১ জানুয়ারির মধ্যে লেট ফি দিয়ে এনরোলমেন্ট ফর্ম জমা করতে পারবে পড়ুয়ারা।
ফর্ম পূরণ ও জমা দেওয়া নিয়ে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এখন থেকে রেজিস্ট্রেশন ফি, একাদশ শ্রেণির পরীক্ষার ফি এবং দ্বাদশ শ্রেণির এনরোলমেন্ট ফি অনলাইনের মাধ্যমে জমা করা যাবে বলে জানিয়ে দিল সংসদ। অনলাইনে ফি জমা করার প্রক্রিয়া চালু হলেও বন্ধ করা হচ্ছে না অফলাইন প্রক্রিয়া। অনলাইন এবং অফলাইন, দুই মাধ্যমেই ফি জমা করতে পারবে পড়ুয়ারা।