দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কুয়াশামাখা ভোরে ঘুম ভাঙল রাজ্যের। পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে সরে যাওয়ায় বৃষ্টির দাপট কমে গিয়েছে। আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রোদ ঝলমলে দিন।
জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে এবং পরে পরিষ্কার আকাশ উঁকি দেবে রোদ্দুর মাখা দিন। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর।
অন্যদিকে, উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী চার পাঁচ দিন উত্তরের বাকি জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে।