দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গত কয়েকদিন পর সামান্য কমল করোনা সংক্রমণ। কমল মৃত্যুর সংখ্যাও। গত তিনদিন ধরে বাংলায় দৈনিক কোভিড মৃত্যুর গ্রাফ ছিল ঊর্ধ্বগামী। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। সামান্য কমল দৈনিক সংক্রমণো। রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৩৮ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ১৩২ জন। এদিকে, রাজ্যে কিছুটা হলেও কমেছে কোভিড পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টেস্ট হয়েছে ৫৩ হাজার ৮৭৬ জনের। কমেছে পজিটিভিটি রেটও। বাংলায় বর্তমান পজিটিভিটি রেট ২৭.৭৩। সংক্রমণ ও মৃত্যুতে এখনও তালিকার শীর্ষে কলকাতা। মহানগরে একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের।