দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যে জারি করা কড়া বিধিনিষেধের সুফল যে মিলছে, তা বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯, ৩৮৫ জন। নিম্নমুখী মৃত্যুও। বাংলায় করোনার বলি ৩৩ জন। সুস্থতার হার ৯০.৬৩ শতাংশ।
এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১,৮৭৯ জন কলকাতার। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ১,৮৬৩ জন।
একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১১, ০৩৪ জন। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২৬.৪৩ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।