দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
প্রয়াত বিখ্যাত কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ। ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত কার্টুনিস্ট ও হাঁদা-ভোঁদার স্রষ্টা। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে সেখানে তাঁর জীবনাবসান ঘটে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বেশ কিছুদিন আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শ্বাসকষ্ঠের সমস্যাতেও ভুগছিলেন তিনি। বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মঙ্গলবার সকাল থেকে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। তড়িঘড়ি পরিবারকে জানানো হয়। আজ সাড়ে দশটা নাগাদ প্রয়াত হন তিনি।
১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন এই বিশিষ্ট শিল্পী। শিল্পের প্রতি ছিল তাঁর অদম্য আগ্রহ। আর্ট কলেজে ভর্তি হলেও দ্বিতীয় বিশ্ব যুদ্ধের জন্য পড়া শেষ করতে পারেনি। এদিকে বিশ্বযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ শাসন প্রত্যক্ষ করা নারায়ণ দেবনাথ চেয়েছিলেন মানুষের মুখে হাসি ফিরিয়ে দিতে। বাঙালির জীবন জুড়ে বসে হাঁদা ভোঁদা , বাটুল , নন্টে-ফন্টে , বাহাদুর বিড়াল। ২০২১ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। উল্লেখ্য, অসুস্থ নারায়ণ দেবনাথকে দেখতে কিছুদিন আগে তাঁর বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর চিকিৎসার জন্য ৫ লাখ টাকার ব্যবস্থাও করেন তিনি। নারায়ণ দেবনাথের পরিবারের তরফে জানানো হয়, শিল্পীর চিকিৎসার ভার নিয়েছে রাজ্য। রাজ্যপালের সাহায্যের জন্য তাঁরা ধন্যবাদ জানান।
নারায়ণ দেবনাথের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিশিষ্ট কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তার সৃষ্টি বাঁটুল দ্য গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন। রাজ্য সরকার তাঁকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য অকাদেমি পুরস্কার ছাড়াও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট ডিগ্রি পান। তাঁর প্রয়াণে কমিকস্ শিল্প জগতের অপূরণীয় ক্ষতি হল।
*** চ্যানেলের তরফ থেকে বিশিষ্ট শিল্পী নারায়ণ দেবনাথের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাচ্ছি।