দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্য আবারও ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণের গ্রাফ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৪৭ জন। এদিকে, ভয় ধরাচ্ছে বাংলার কোভিড মৃত্যুর পরিসংখ্যান। একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এদিকে, রাজ্যে আরও কমল করোনার পজিটিভিটি রেট।
এদিকে, রাজ্যে মোট মৃত্যু এবং সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২১৫৪ জন। কেবলমাত্র কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়াও উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে আটজনের। সে জেলায় সংক্রমিত ১৭৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। একদিনে টেস্ট হয়েছে ৬৪ হাজার ৪০৪ জনের।