দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
শীতের কাঁপুনি ধরানোর মাঝেই আবারও দুয়ারে হাজির ঝঞ্ঝা। সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে বাংলা। আগামী শনি-রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে উত্তর ও দক্ষিণবঙ্গে। এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দোসর হবে শিলাবৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আবারও শীতের পথে কাঁটা ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে ফের পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরেও ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। যার জেরে বাংলায় শীতের পথে বাধা একইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২২ থেকে ২৪ জানুয়ারির মধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বাংলায়। একাধিক জেলায় বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে ২২ থেকে ২৪ জানুয়ারির হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে আগামী ২৩ ও ২৪ তারিখ ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। দুই বঙ্গে ২৩ এবং ২৪ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।