দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
অবশেষ মিলল স্বস্তি! রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ। উল্লেখযোগ্যভাবে কমেছে কলকাতার করোনা সংক্রমণও। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। এদিকে এই নির্দিষ্ট সময়ে রাজ্যে কোভিড মুক্ত হয়েছেন ১৭ হাজার ৮১৫ জন। রাজ্যে বর্তমানে কোভিড পজিটিভিটির হার ১৬.২৭ শতাংশ।
গত কয়েক দিন ধরেই সংক্রমণের নিরিখে রাজ্যের অন্যান্য জেলাগুলির মধ্যে শীর্ষস্থানে ছিল কলকাতা। আশার কথা কলকাতার কোভিড গ্রাফও নিম্নমুখী, যা আশার আলো দেখাচ্ছে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতাতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সংশ্লিষ্ট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের।