দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কিছু জেলাতে করোনার বাড়বাড়ন্ত দেখা গেলেও অনেকটা স্বস্তি দিচ্ছিল উত্তরবঙ্গের জেলা গুলির নিম্নমুখী কোভিড গ্রাফ। কিন্তু, এবার চিন্তার ভাঁজ ফেলছে দার্জিলিংয়ের কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র দার্জিলিংয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১৫ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১ জন এবং এই সময়ে করোনা প্রাণ কেড়েছে ৩৭ জনের। তবে কোভিডমুক্ত হয়েছেন ২০ হাজার ৩১৩ জন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পজিটিভি হার ১১.১৩ শতাংশ। গতকালের থেকে কলকাতায় করোনা সংক্রমণ সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।