দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দিনভর বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় বাড়বে রাতের তাপমাত্রাও। পশ্চিমী ঝঞ্ঝা এবং বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত, জোড়া ধাক্কায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে। প্রজাতন্ত্র দিবসের পর থেকে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ জানুয়ারির পর থেকে ফের ধীরে ধীরে রাতের তাপমাত্রা নামবে। জানুয়ারির শেষ কটা দিন শীতের আমেজ পাবে রাজ্যবাসী।
নদীয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে শিলা বৃষ্টির সম্ভাবনা আছে। ২৫ তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অনেকটাই কেটে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুধুমাত্র কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৬ তারিখে শুষ্ক পরিষ্কার আকাশ থাকবে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে প্রজাতন্ত্র দিবসের পর থেকে বৃষ্টি কমে গেলে ধীরে ধীরে পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।