দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। কমছে দৈনিক সংক্রমণ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৯৮০ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম। পজিটিভিটি রেট ৯.৫৩ শতাংশ। মৃত্য হয়েছে ৩৬ জনের। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। স্বস্তি দিচ্ছে আমজনতাকে।
এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৯৭৩ জন কলকাতার। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৬ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ১০ জন।
রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০, ৩৩৮ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২০, ৪৮১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৮, ৩৪, ৭২৪ জন। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।