দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
একটু একটু করে সুস্থতার পথে বাংলা। এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৫৪৬ জন। যা আগেরদিনের তুলনায় বেশ খানিকটা কম। একদিনে রাজ্যে করোনার বলি ৩৭ জন। সুস্থতার হার ৯৪.১৭ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৬৭৮ জন উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে আক্রান্ত সেখানকার ৪৯৬ জন।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৩৭ জনের। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২০, ৪৮১ জন।