দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
শীতেও পিছু ছাড়ছে না বৃষ্টি। মঙ্গলবারও মেঘলা আকাশ সঙ্গে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে, অব্যাহত শীতের খামখেয়ালিপনা। মঙ্গলবার দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ সঙ্গে দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বিশেষত উপকূলের জেলা গুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে হাওয়া বদল ।
অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও এদিন হালকা বৃষ্টির পূর্বাভাস। কাল থেকে আকাশ পরিষ্কার। ২৭ জানুয়ারি থেকে গোটা বঙ্গে ফের শীতের আমেজ। গোটা বঙ্গে থাকবে কুয়াশার দাপট। উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলা ঢাকবে গাঢ় কুয়াশায়। বাকি রাজ্যে মাঝারি কুয়াশা।
জানুয়ারির শেষ কটা দিন শীতের আমেজ পাবে রাজ্যবাসী।