দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার দ্রুত বৃদ্ধির জন্য চলতি মাসে ‘দুয়ারে সরকার’-র দিন ঘোষণা করেও তা পিছিয়ে দেয় নবান্ন। এবার নতুন করে ফের দুয়ারে সরকারের দিন ঘোষণা করা হল। আগামী মাসে শিবির হবে বাংলা জুড়ে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুয়ারে সরকার। একমাস ধরে চলবে কর্মসূচি। অর্থাৎ ১৫ মার্চ অবধি দুয়ারে সরকার চলবে। মঙ্গলবার প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ‘পাড়ায় সমাধান’-র দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। ১ লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাড়ায় সমাধান। চলবে ১৫ মার্চ পর্যন্ত।
২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে প্রকল্প ‘দুয়ারে সরকার’। কর্মসূচি ঘিরে মানুষের উন্মাদনা চরমে দেখা গিয়েছে গতবারের শিবিরে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণার পর দুয়ারে সরকারে শুধু লক্ষাধিক মহিলার ভিড় দেখেছে বাংলা। অন্যান্য প্রকল্পের জন্যও লাইনে দাঁড়িয়েছেন মানুষ। সেই দুয়ারে সরকারেরই আওতাধীন পাড়ায় সমাধান প্রকল্প।