দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
স্বস্তি দিয়ে কমছে অ্যাকটিভ কেসও। তবে আপাতত চিন্তায় রাখছে দৈনিক মৃতের সংখ্যা। বেশ কয়েকদিন ধরেই দৈনিক মৃত্যু তিরিশের উপর। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৪,৪৯৪ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ৫৯১ জন। এদিনও সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৫৮৩ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। রাজ্যের পজিটিভিটি রেট কমে হল ৭.১২ শতাংশ।
এদিকে একদিনে করোনার বলি ৩৬ জন। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৮২৫ জন। এ নিয়ে মোট ১৮ লক্ষ ৭৩ হাজার ৭০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৪.৯১ শতাংশ।