দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সাঁওতালি সাহিত্যে অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন ঝাড়গ্রামের সাঁওতালি ভাষার কবি-সাহিত্যিক কালীপদ সোরেন। তিনি খেরোয়াল সোরেন নামে জনপ্রিয়। ২০০৭ সালে নাটক ‘চেৎরে চিকেয়েনা’র জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার এবং ২০১৯ সালে দিল্লি থেকে অনুবাদ পুরস্কার পেয়েছিলেন।
সাঁওতালি ভাষায় ৩১ টি নাটক লিখেছেন, কবিতার বই রয়েছে ৪টি, গল্প সংকলন ২টি, রম্য রচনা ১টি, গল্পের বই ১টি। নিজের লেখা সুর করা গানের ক্যাসেট রয়েছে ৫টি, রেডিও নাটক ৬টি রয়েছে তাঁর। রাজ্য স্তরে সারদাপ্রসাদ কিস্কু স্মৃতি পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
এবার পদ্মশ্রী সম্মান পাওয়া খেরোয়ালবাবু বলেন, “পেয়েছি কি না, জানি না। দিল্লি থেকে আমায় ফোন করে জানতে চাওয়া হয়েছিল আমি পদ্মশ্রী সম্মান নিতে ইচ্ছুক কি না। জনিয়ে ছিলাম জঙ্গলমহলের লেখক হিসেবে এই পুরস্কার নিতে ইচ্ছুক।