দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সপ্তাহান্তে ফিরবে শীত। এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে। এদিন দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পঙে শিলাবৃষ্টি হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় এদিন বৃষ্টি ? হাওয়া অফিস জানিয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতার আকাশ ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন। আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকেই পরিষ্কার থাকবে শহরের আকাশ। আবারও মেঘেদের আনাগোনা হতে পারে ২ ফেব্রুয়ারি নাগাদ। তার আগে জাঁকিয়ে শীত পড়বে কলকাতা সহ গোটা রাজ্যে। শুক্র, শনি ও রবিবার পাঁচ ডিগ্রি অবধি নামতে পারে তাপমাত্রা। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর থেকেই শীত বিদায় নেবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বসন্তের শুরু এরপর।