দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে কামব্যাক করল শীত। এক ধাক্কায় দু’ডিগ্রি পারদ পতন হল কলকাতায়। জানুয়ারির শেষ তিনদিন আরও নিম্নমুখী হবে শহরের তাপমাত্রার পারদ। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ১২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। স্লগ ওভারে জমিয়ে ব্যাট করবে শীত। মেয়াদ কতদিন তা নিয়েই প্রশ্ন রাজ্যবাসীর। জানা গিয়েছে, ফের একবার বঙ্গে প্রবেশ করবে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। খুব বেশিদিন শীতের আমেজ উপভোগ করতে পারবে না রাজ্যবাসী।
শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।
বঙ্গে ফের একবার শীতের আমেজ। যদিও এর মেয়াদ বেশিদিন নয়। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ”আগামী তিনদিন শীতের আমেজ থাকবে বঙ্গে। ১২ ডিগ্রি পর্যন্ত নামবে কলকাতার তাপমাত্রা। তবে তিনদিন পর অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতেই ফের বঙ্গে প্রবেশ করবে একটি পশ্চিমী ঝঞ্ঝা। তিন থেকে পাঁচদিনের মাথায় আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে।”