দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ঝোড়ো ইনিংস খেলছে শীত। অবাধে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। আগামী দু’দিন দক্ষিণবঙ্গে দাপট দেখাবে ঠান্ডা, জানাচ্ছে আালিপুর আবহাওয়া দফতর। শীতের স্থায়িত্বও বেশিদিন নয়। আবার উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে হতে পারে বৃষ্টিপাতও।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাধাহীনভাবে প্রবেশ করতে পারছে উত্তুরে হাওয়া। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
দুর্গাপুজো হোক বা অন্যান্য উৎসব, শীতের খামখেয়ালী মেজাজের খোরপোশ দিতে হয়েছে আম জনতাকে। রাজ্যে ফের প্রবেশ করতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ৪ এবং ৫ ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী মাসের প্রথম সপ্তাহে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ফের চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিসের কথায়, ৩১ তারিখ থেকে মূলত চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। ১ এবং ২ তারিখ বাড়বে তাপমাত্রার পারদ।