দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। কমেছে সংক্রমণের হারও। তবে গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩ হাজার ৫১২ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তিলোত্তমায় ৪৫৯ জনের শরীরে হানা দিয়েছে ভাইরাস। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমিত ৪৩৩ জন। তার ফলে আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে দক্ষিণবঙ্গের এই জেলাটি।
করোনা থেকে সেরে উঠেছেন ১১ হাজার ২৮৮ জন। ফলে সুস্থতার হার দাঁড়াল ৯৭.০৬ শতাংশ। ফলে এদিন রাজ্যের করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৩১ হাজার ৭১১ জন।