দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কয়েকদিন আগে থেকে বাঘের আনাগোনায় কুলতলির মানুষ অতিষ্ঠ হয়েছিল। অনেক ঝক্কি পেরিয়ে খাঁচাবন্দী করা গিয়েছিল দক্ষিণরায়কে। ফের, সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে নৌকা থেকেই মৎস্যজীবীকে জঙ্গলে তুলে নিয়ে গেল বাঘ।
ঘটনাটি ঘটেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত ঝিলা জঙ্গলে। ওই মৎস্যজীবীর নাম অরবিন্দু বিশ্বাস(৪০)। জানা গিয়েছে, দুই সঙ্গীর সঙ্গে তিনি বেরিয়েছিলেন কাঁকড়া ধরতে। অন্য দিনের মতন গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের ভুরুলিয়া গ্রাম থেকে বেরিয়েছিলেন। ঘটে অঘটন।
হঠাৎ আক্রমণ করে বাঘ। কার্যত দুই সঙ্গীর সামনে থেকেই ওই মৎস্যজীবীকে ধরে জঙ্গলের মধ্যে চলে যায় বাঘটি। লোকজন ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা নদী পথে রওনা দেয় মৎস্যজীবীর খোঁজে। তাঁদের সঙ্গে যান স্থানীয় কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল।
দেবাশিস বাবু বলেন, কুমিরমারির এক ব্যক্তি অরবিন্দ বিশ্বাস সকালে ভোর পাঁচটা নাগাদ বিনা পাসেই জঙ্গলে বেরিয়েছিলেন। হঠাৎ বাঘ লাফিয়ে পড়ে নৌকাতে। তারপর টানতে-টানতে বাঘ জঙ্গলে টেনে নিয়ে চলে যায়। গ্রামের মানুষের সহযোগীতা নিয়ে ও পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যাচ্ছি সেখানে যদি প্রকৃত মৃতদেহকে উদ্ধার করতে পারি।”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই শুরু হয় সুন্দরবনে বাঘ গণনার কাজ। দেরিতে হলেও শুরু হলেও বাঘ সুমারির জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বন বিভাগের জঙ্গলে ক্যামেরা বসানো হয়। ঘন ঘন লোকালয়ে ঢুকেছে বাঘ। আর সেই বাঘ বন্দি করতে রীতিমতো নাকাল হতে হয়েছে বন কর্মীদের। ঘুম ছুটেছে বন কর্তাদেরও।