দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
অবশেষে সাংবাদিককে গালাগাল বিতর্কে ক্ষমা চাইলেন শিল্পী কবীর সুমন। তবে, সেই সঙ্গে শ্লেষও ছুঁড়লেন নিন্দুকদের উদ্দেশে। ফেসবুক পোস্টে শিল্পী লিখলেন, ‘ভেবে দেখলাম টেলিফোনে এক সহনাগরিককে গাল দিয়েছিলাম, সেটা সুশীল সমাজের নিরিখে গর্হিত কাজ। কাজের কাজ কিছু হল না, মাঝখান থেকে অনেকে রেগে গেলেন, উত্তেজিত হলেন। করোনার উৎপাত তার উপর ফোনে গালমন্দ, লাভ কী। সহনাগরিকের কাছে, বিজেপি , আরএসএস-এর কাছে এবং বাঙালিদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।’ তবে পোস্টটিকে তিনি ‘ওনলি ফ্রেন্ডস’ করে রেখেছেন। যারা ফেসবুকে তাঁর বন্ধু তালিকায় আছেন, পোস্টটি দেখতে পাবেন।
বস্তুত, বেসরকারি টিভি চ্যানেলের তরুণ সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া নিয়ে বিতর্কে কবীর সুমন। ভাইরাল হয়ে গিয়েছে শিল্পীর একটি অডিও ক্লিপ। যাতে ছাপার অযোগ্য ভাষায় ওই সাংবাদিককে গালাগাল দিতে শোনা গিয়েছে সুমনকে। বিজেপির তরফে এই মন্তব্যের জেরে সুমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিচলিত হননি সুমন। শ্লেষ মিশ্রিত ভাষায় আইনরক্ষীদের উদ্দেশে বার্তা,”আইনরক্ষীরা নিশ্চিন্ত থাকুন। আমি চেষ্টা করব সব ব্যাপারে একদম চুপ থাকতে। কোন কোন ব্যাপারে কে কে আমার কাছে ক্ষমাপ্রার্থনা দাবি করছেন বা করবেন বলে ভাবছেন দয়া করে তালিকা বানিয়ে ডাকযোগে পাঠান। আমি নতমস্তকে সম্মতিসূচক সই করে দেব।”