দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
করোনার তৃতীয় ঢেউ কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বাংলা। কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪২৭ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭৫০ জন। সুস্থতার হার ৯৭ শতাংশের বেশি। অ্যাকটিভ রোগীর সংখ্যা বেশ খানিকটা কমে দাঁড়িয়েছে সাড়ে ৩১ হাজারের সামান্য বেশি।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ৮৫। এর সঙ্গে ৬ শতাংশ রিপোর্ট পজিটিভ। যা শনিবারের তুলনায় কম।