দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বাংলায় দাপট দেখাবে শীত। ঠান্ডার প্রকোপ বজায় থাকবে, জানাচ্ছেন আবহবিদরা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি ছুঁতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। মূলত পরিষ্কার থাকবে আকাশ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হালকা বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিঙে। কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন শীতের আমেজ বজায় থাকবে দুই বঙ্গে। আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তাপমাত্রা আবারও বাড়বে ।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা। একধাক্কায় ১২ ডিগ্রির নীচে নেমেছে শহর কলকাতার তাপমাত্রার পারদ। হাড় কাঁপুনি শীত উপভোগ করতে পেরে খুশি শীতপ্রেমীরা।
শীতের স্থায়িত্ব বেশিদিনের নয়, তা আগেই জানিয়েছিল আলিপুর। জমাটি ঠান্ডা উপভোগ করতে করতে শীতপ্রেমীদের প্রশ্ন কতদিন স্থায়ী হবে ঠান্ডা। ১ এবং ২ তারিখ বাড়বে তাপমাত্রা, জানাচ্ছে হাওয়া অফিস। শীতের ঝোড়ো ইনিংসের ঠিক পরেই রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার দরুন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, ৪ এবং ৫ তারিখ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে।