দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যে আরও বাড়ল করোনা বিধি নিষেধের মেয়াদ। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিধি নিষেধ জারি থাকবে। নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তবে রাজ্যের করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় বেশ কিছু ক্ষেত্রে নিয়মকানুন শিথিল করা হয়েছে। রাত ১০ টার বদলে রাত ১১টা থেকে ভোর ৫ টা পর্যন্ত থাকবে নাইট কারফিউ। বিধিনিষেধ খানিকটা শিথিল হল , একনজরে দেখে নিন –—-
ওয়ার্ক ফ্রম হোমে কর্মীদের সংখ্যা কমছে। এতদিন সরকারি-বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করছিলেন। ১লা ফেব্রুয়ারি থেকে অফিসে ৭০ থেকে ৭৫ শতাংশ কর্মী অফিস গিয়েই কাজ করতে পারবেন।
১. ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল (অষ্টম থেকে দ্বাদশ), কলেজ, বিশ্ববিদ্যালয়। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পড়়াশোনা হবে ‘পাড়ার শিক্ষালয়ে’।
২. তাছাড়া খুলছে পার্ক, পর্যটন ক্ষেত্র। ৫০ শতাংশের বদলে বেশি সংখ্যক মানুষ উপস্থিত থাকতে পারবে।
৩. ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমোদন সিনেমা হলে।
৪. ক্রীড়াক্ষেত্র, রেস্তরাঁ, বারে ৭৫ শতাংশ উপস্থিতি ছাড়।
৫. বিয়েবাড়িতে ৭৫ শতাংশ অতিথি সমাগমের অনুমোদন।
৬. তবে রাজনৈতিক মিছিল, মিটিং, সভা এখনও বন্ধ।
পরিবহণ ক্ষেত্রেও বেশ কিছু ছাড় মিলেছে। মুখ্যমন্ত্রী এদিন জানান, কলকাতা-মুম্বই, কলকাতা-লন্ডন বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে। তবে বেঙ্গালুরুগামী বিমান চলাচল এখনও বন্ধ থাকছে।