দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ছন্দে ফিরছে রাজ্য। বুধবার ফের বাড়ল বাংলার দৈনিক করোনা সংক্রমণ। বাড়ল মৃত্যুও। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে, একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৭২৩ জন। করোনার বলি হয়েছেন ৩৫ জন। একইসময় সুস্থ হয়ে উঠেছেন ২,৯৫০। সুস্থতার হার ৯৭.৮৭ শতাংশ।
মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যা। গতকাল রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা ছিল ৫০ হাজার ছুঁইছুঁই। এদিন তা প্রায় ৬০ হাজার। ফলে সামান্য বেড়ে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৪.৬১ শতাংশ।
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৫৬৫ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে আক্রান্ত সেখানকার ৩২৪ জন।