দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যে ১০৮টি পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জারি হয়েছে আদর্শ আচরণবিধি। ২৭ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আজ থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি।
এই ১০৮টির মধ্যে আলিপুরদুয়ার জেলায় দুই পুরসভা, বাঁকুড়ার তিন পুরসভা, বীরভূমের পাঁচটি পুরসভা, পূর্ব বর্ধমানের ছয় পুরসভা, কোচবিহারের ছয় পুরসভা, দক্ষিণ দিনাজপুরে দুটি পুরসভা, দার্জিলিং পুরসভা, হুগলির ১২ পুরসভা, হাওড়ার উলুবেড়িয়া পুরসভা, ঝাড়গ্রাম পুরসভা, জলপাইগুড়ির তিন পুরসভা, মালদার ইংলিশ বাজার এবং ওল্ড মালদা পুরসভা, মুর্শিদাবাদে সাত পুরসভা সহ অন্যান্য জেলার বকেয়া পুরসভা গুলির নির্বাচন সম্পন্ন হবে।
তবে ভোট গণনার দিন এখনও চূড়ান্ত হয়নি। ৮ মার্চের মধ্যে পুরভোট সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া মিটিয়ে ফেলা হবে। জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার। ভোট গণনার দিন চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে।