দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
অনেকটা কমল শীতের প্রভাব। একধাক্কায় ফের ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। বইছে ঝোড়ো বাতাস। শুক্রবার সকালের আকাশে রোদের বদলে কালো মেঘের দেখা। এদিন থেকেই রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও হতে পারে বৃষ্টি। হাওয়া অফিস বলছে, পিছু হটতে পারে শীত। উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে । শনিবার উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা দুই ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।
শুক্রবার, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সপ্তাহান্তেও চলবে বৃষ্টি। কলকাতাতেও মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। শীত থিতু হবে কি না তা এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছেন আবহবিদরা।