দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ভরা শীতের মাঝে অকাল বৃষ্টিতে ভিজল গোটা রাজ্য। আর এর জেরেই অবশেষে বিদায় নিল শীত। দীর্ঘস্থায়ী হবে না বৃষ্টিও। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জিকে দাস। অর্থাৎ আগামীকাল সরস্বতী পুজোর দিন বৃষ্টি হচ্ছে না। তার কথায়, “শীত বিদায় নিল বলা চলে। শনিবার থেকে পরিষ্কার হয়ে যাবে রাজ্যে আকাশ। আজ অর্থাৎ শুক্রবার অবধিই বৃষ্টিপাত হবে। এর জেরে কাল কিছুটা কমবে তাপমাত্রা। যাঁরা আগামীকাল সকালে বাড়ি থেকে বেরোবেন, তাঁরা সামান্য শীত অনুভব করবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা বাড়বে। তবে গরম পড়ে যাবে তা নয়। মাঝামাঝি যেরকম থাকে আবহাওয়া, তেমন থাকবে।” অর্থাৎ বসন্ত এসে গেছে।