দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ফের নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আরও কমল সংক্রমণ এবং মৃতের সংখ্যা। পজিটিভিটি রেট স্বস্তি জোগাচ্ছে প্রায় সকলকেই। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৩ জন। দৈনিক সংক্রমিতের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ২০৫ জন। ১৮১ জন আক্রান্ত হওয়ায় আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা।
গত ২৪ ঘণ্টায় কোভিড প্রাণ কেড়েছে ৩৫ জনের। এখনও পর্যন্ত বঙ্গের ২০ হাজার ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩। এদিন ২ হাজার ৪২১ জন করোনাকে হারিয়েছেন। কোভিড সংক্রমিতদের তাড়াতাড়ি শনাক্ত করার লক্ষ্যে নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ১৫২টি।