দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
একধাক্কায় অনেকটা কমল রাজ্যের করোনা গ্রাফ। প্রথমবার এক হাজারের নিচে দৈনিক সংক্রমণ। স্বাভাবিকভাবেই কমেছে পজিটিভিটি রেট। তবে দৈনিক মৃতের সংখ্যা বাড়ল সামান্য। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম।
শনিবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃতের সংখ্যা। রবিবার প্রাণ গিয়েছে ৩৪ জনের। আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টা ২ হাজার ৮৩ জন করোনামুক্ত হয়েছেন। কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৬৭ হাজার ৫৫ জন। অ্যাকটিভ কেস ১৭ হাজার ৯৯৪ জন।
সংক্রমণ রুখতে টেস্ট এবং টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। এদিন ২৫ হাজার ২০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট কমে দাঁড়াল ৩.৩৪ শতাংশ।