দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আরও নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৪১ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.১২ শতাংশ।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। একদিনে ১১৩০ জন সক্রিয় রোগীর সংখ্যা কমে এই মুহূর্তে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৬৪। পজিটিভিটি রেট ২.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৪,৭৮৬।