দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যর। আগামী ১০ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে ফের ঝেঁপে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি, শীত ধীরে ধীরে এবার বিদায় নিচ্ছে, তেমনটা ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। কিন্তু, ১০ ফেব্রুয়ারি পরিস্থিতির বদল ঘটবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। নদিয়া ও বীরভূমে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ১১ তারিখ থেকে ফের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরেই হবে।
অবশেষে রাজ্য থেকে গুটি গুটি পায়ে বিদায়ের পথে শীত। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিনদিন ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে হালকা কুয়াশার জেরে কিছুটা শীত অনুভূত হলেও দক্ষিণবঙ্গে কুয়াশার তেমন সম্ভাবনা আর নেই।